Apply Now

চুক্তির শর্তাবলী

  • ০১. মুদারাবা দ্বিগুণবৃদ্ধি আমানত হিসাবটি হিসাব অর্থ জমাকারী গ্রাহক এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর মধ্যে সম্পাদিত ইসলামী শরীয়াহ্ মোতাবেক একটি মুদারাবা চুক্তি।
    • ক. এখানে অর্থ জমাকারী গ্রাহক হচ্ছে ‘সাহিবুল-মাল’ (অর্থের মালিক) এবং ব্যাংক হচ্ছে ‘মুদারিব’ (ব্যবসা পরিচালনাকারী)।
    • খ. ইসলামী শরীয়াহ্ নির্দেশিত মুদারাবা নীতিমালার ভিত্তিতে ব্যাংক এ অর্থ জমা গ্রহণ করে এবং শরীয়াহ্ সম্মতভাবে বিনিয়োগ করে।
    • গ. ব্যাংক মুদারাবা তহবিল বিনিয়োগ করে প্রাপ্ত আয়ের শতকরা ৭০ ভাগ মুদারাবা জমাকারীদের মধ্যে ওয়েটেজ ভিত্তিতে বন্টন করে। বিনিয়োগে লোকসান হলে মুদারাবা জমাকারীগণ তা বহন করবেন।
    • ঘ. এ ছাড়া উক্ত হিসাবের জন্য ইসলামী শরীয়াহ্র মুদারাবা চুক্তির অন্যান্য শর্তাবলী প্রযোজ্য হবে।

হিসাব পরিচালনার নিয়মাবলী

  • ০১. স্কীমের মেয়াদ : ৭.৫ বছর
  • ০২. ইসলামী শরীয়াহ্ মুদারাবা নীতিমালার ভিত্তিতে ব্যাংক ১০,০০০.০০ টাকা বা তদুর্ধ্ তার গুণিতক যে কোনো পরিমাণ টাকা এ হিসাবে জমা গ্রহণ করবে এবং প্রাপ্তিস্বরূপ অ-হস্তান্তরযোগ্য রসিদ প্রদান করবে।
  • ০৩. এ হিসাবে ৭.৫ বছর মেয়াদে জমা গৃহীত হবে। লাভ-লোকসান বন্টনের নিমিত্তে উক্ত জমার উপর ওয়েটেজ বহন করবে। ফলে জমাকৃত আমানত ৭.৫ বছরে দ্বিগুন অথবা তারচেয়ে কমবেশী হতে পারে। মুদারাবা তহবিলের ব্যবহার এবং বিনিয়োগ আয় বন্টনের হার ব্যাংক এককভাবে নির্ধারণ করবে।
  • ০৪. এ প্রকল্পের আওতায় যে কোন ব্যক্তি/ব্যক্তিবর্গ একক বা যুগ্ম নামে , ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও, স্বায়ত্তশাসিত বা সমবায় প্রতিষ্ঠান তাদের সঞ্চিত অর্থ অধিক মুনাফার লক্ষে রাখতে পারেন।
  • ০৫. একই নামে একই শাখায় এ প্রকল্পের আওতায় একাধিক হিসাব খোলা যেতে পারে।
  • ০৬. মেয়াদপূর্তির আগে এ রিসিপ্ট ভাঙ্গানো যাবে না। বিশেষ পরিস্থিতিতে ভাঙ্গাতে বাধ্য হলে তাকে মুদারাবা সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা প্রদান করা হবে। তবে প্রথম ১ (এক) বছরের মধ্যে ভাঙ্গালে কোন মুনাফা দেয়া হবে না।
  • ০৭. ডিপোজিট রিসিপ্ট জামানত রেখে তার বিপরীতে ব্যাংক থেকে ৮০% পর্যন্ত বিনিয়োগ সুবিধা নেয়া যাবে। এ বিনিয়োগের জন্য ব্যাংকে প্রযোজ্য হারে মুনাফা প্রদান করতে হবে।
  • ০৮. বাৎসরিক চূড়ান্ত লাভের পর কিন্তু মুনাফা ঘোষিত হবার পূর্বে কোন আমানত হিসাব বন্ধ হয়ে গেলে উক্ত জমাকারী পূর্ববর্তী বৎসরান্তে ঘোষিত মুনাফার হার অথবা ব্যাংকের আনুপাতিক হারে লাভ নিতে বাধ্য থাকবেন। পরবর্তীকালে এ ধরনের জমার উপর লাভের হার বেশী বা কম ঘোষিত হলে জমাকারী বা ব্যাংক কাহারও কোনও দাবী বা অভিযোগ থাকবে না।
  • ০৯. উক্ত খাতে গৃহীত জমা ব্যাংক অন্যান্য জমা বা মূলধনের সঙ্গে একত্রিত করে ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী শরীয়াহ অনুমোদিত যে কোন খাতে বিনিয়োগ করতে পারবে।
  • ১০. মুদারাবা দ্বিগুন বৃদ্ধি আমানতের রসিদ জমাকারী যথাযথভাবে সংরক্ষণ করবেন । কোন কারণে রসিদ হারিয়ে গেলে তৎক্ষণাৎ লিখিতভাবে ব্যাংককে জানাতে হবে এবং ব্যাংক স্বাভাবিক নিয়মানুযায়ী সতর্কতা অবলম্বন করবেন । কিন্তু তা সত্তে¡ও বা আদৌ লিখিতভাবে না জানালে প্রতারনার মাধ্যমে এই হারিয়ে যাওয়া রসিদ দিয়ে যদি কেউ টাকা তুলে নেয় তাহলে ব্যাংক দায়ী থাকবে না।
  • ১১. জমাদানকারী যথাযথ ইনডেমনিটি বন্ড প্রদান করে ডুপলিকেট রসিদ ব্যাংকের নিকট সংগ্রহ করতে পারবে।
  • ১২. আমানতকারীর মৃত্যু হলে সংশিষ্ট হিসাবে লেনদেন বন্ধ থাকবে। মুনাফাসহ জমাকৃত অর্থ মনোনীত ব্যক্তিকে প্রদান করা হবে। মনোনয়ন না থাকলে উত্তরাধিকার প্রমাণপত্র নিয়ে আমানতকারীর আইনগত উত্তরাধিকারদেরকে মুনাফাসহ জমাকৃত অর্থ প্রদান করা হবে।
  • ১৩. ১৮ বছরের উর্ধ্বে যে কোন বাংলাদেশী নাগরিক এ প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে। তবে ১৮ বছরের নিচে অপ্রাপ্ত বয়স্কদের নামেও এই হিসাব খোলা যাবে। সেক্ষেত্রে হিসাবটি অপ্রাপ্তবয়স্কদের অভিভাবক পরিচালনা করবেন।
  • ১৪. মেয়াদপূর্তির পূর্বে যে কোন সময় সার্ভিস চার্জ প্রদান পূর্বক গ্রাহক হিসাব বন্ধ করতে পারবেন।
  • ১৫. সরকারী বিধি মোতাবেক উক্ত হিসাব থেকে কর/শুল্ক কর্তন করা হয়।
  • ১৬. মেয়াদপূর্তির পূর্বে যে কোন সময় সার্ভিস চার্জ প্রদান পূর্বক গ্রাহক হিসাব বন্ধ করতে পারবেন।
  • ১৭. জমাকারীর নির্দিষ্ট ঠিকানা পরিবর্তন হলে তা অবিলম্বে ব্যাংককে জানাতে হবে।
  • ১৮. ব্যাংক কর্তৃপক্ষ যে কোন সময় মুদারাবা দ্বিগুন বৃদ্ধি আমানত হিসাব সংক্রান্ত যে কোন নিয়মাবলী আংশিক বা সম্পূর্ন পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা বাতিল করতে পারবে এবং জমাকারী তা মেনে চলতে বাধ্য থাকবেন।

Fill Form Below &
Our expert support team will get in touch with you shortly

    Please prove you are human by selecting the flag.