Apply Now

হিসাব পরিচালনার নিয়ামাবলী

  • ১. ১৮ (অঠার) বছর বা তদোর্ধ্ব বাংলাদেশী নাগরিকের পরিচালনায় নিজের, সন্তানদের বা পোষ্যগণের নামে এক বা একাধিক হিসাব খুলতে পারবে।
  • ২. ১০০০/- (এক হাজার ) টাকার গুণিতক যে কোন পরিমাণ অর্থ জমা করে হিসাব খোলা যাবে এবং একই পরিমাণ অর্থ মাসিক কিস্তিতে জমা করতে হবে।
  • ৩. এ হিসাবের ন্যূনতম মেয়াদ হবে ৫ বছর, তবে অন্যান্য মেয়াদ ৮ বছর, ১০ বছর, ১২ বছর এবং সর্বোচ্চ মেয়াদ হবে ১৫ (পনের) বছর ।
  • ৪.বিদ্যমান কিস্তিভিত্তিক প্রকল্পের প্রাক্কলিত মুনাফার প্রযোজ্য হারের সর্বোচ্চ ওয়েটেজ অনুসারে মুনাফা প্রদান করা হবে (যা সময়ে সময়ে পরিবর্তনযোগ্য)।
  • ৫. উচ্চশিক্ষার প্রয়োজনে যে কোন মেয়াদে হিসাব বন্ধ করতে পারবে, সেক্ষেত্রে যথাযথ প্রমাণ সাপেক্ষে পূর্ণ মেয়াদের অনুরূপ হারে মুনাফা প্রদান করা যাবে।
  • ৬. দৈনিক প্রডাক্ট হিসেবে অর্থাৎ দৈনিক স্থিতির উপর ভিত্তি করে মুনাফা প্রদান করা হবে।
  • ৭. হিসাব খোলার উদ্দেশ্য ব্যতীত প্রকল্পের ন্যূনতম মেয়াদ পূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে বিদ্যমান মুদারাবা সঞ্চয়ী হিসাব অনুসারে মুনাফা প্রদান করা হবে।

Fill Form Below &
Our expert support team will get in touch with you shortly

    Please prove you are human by selecting the cup.