Apply Now

হিসাব পরিচালনার নিয়ামাবলী

  • ১. আমানতের মেয়াদ হবেঃ ৫ বছর / ১০ বছর।
  • ২. সমাজের সর্বস্তরের ১৮ বছরের উপরে বিবাহিত/অবিবাহিত মুসলিম জনসাধারণ বিশেষত পেশাজীবি, চাকুরিজীবী, ব্যবসায়ীগণ তাদের সামর্থ্য অনুযায়ী মাসিক কিস্তিভিত্তিক টাকা জমা দিয়ে এই প্রকল্পের আওতায় একাউন্ট খুলতে পারবেন। প্রবাসীরাও এই একাউন্ট খুলতে পারবেন। বিবাহিত মুসলিম পুরুষ তার স্ত্রীর নামে ব্যাংকের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে এই হিসাব খুলতে পারবেন। এক্ষেত্রে স্ত্রী হিসাবধারক হিসাবে থাকবেন এবং স্বামী জমাকারী হিসাবে ভূমিকা পালন করতে পারবেন। এক্ষেত্রে বিবাহের পর স্বামী বিয়ের কাবিননামা, স্ত্রীর ছবি ও নমুনা স্বাক্ষর ব্যাংকের শাখায় প্রদান করবেন এবং স্বামী জমাকারী হিসাবে ভূমিকা পালন করতে পারবেন।
  • ৩.মেয়াদপূর্ণ হবার পুর্বেই স্বামী সম্পূর্ণ মোহরানা আদায় করতে চাইলে আদায়যোগ্য অবশিষ্ট অর্থ এককালীন জমা দিয়ে হিসাবটি বন্ধ করা যাবে। মেয়াদ পূরণের পূর্বে স্বামী হিসাব পরিচালনায় অনিচ্ছুক বা অপারগ হলে অথবা স্ত্রীর লিখিত আবেদনের মাধ্যমে জমাকৃত অর্থ উত্তোলন করেতে চাইলে জমাকৃত অর্থের উপর নিম্নোক্ত নিয়মে মুনাফা প্রদান সাপেক্ষে হিসাবটি বন্ধ করা যাবে।
    • i. এক বছর মেয়াদ পূর্ণ হবার পূর্বে হিসাব বন্ধ করলে গ্রাহক শুধুমাত্র আসল টাকা ফেরত পাবেন ।
    • ii. এক বছরের বেশী কিন্তু পাঁচ বছর পূর্বে হিসাব বন্ধ করলে ব্যাংকের প্রদত্ত সাধারণ সঞ্চয়ী হিসাব হারে মুনাফা প্রদান করা হবে।
    • iii. পাঁচ বছরের বেশী কিন্তু ১০ বছর মেয়াদ পূর্ণ হয়নি এ অবস্থায় হিসাব বন্ধ করলে প্রথম ৫ বছরের জন্য গ্রাহক পাঁচ বছর মেয়াদী দেন-মোহর হিসাব মোতাবেক প্রদেয় হারে মুনাফা পাবেন এবং পরবর্তী সময়ের জন্য প্রচলিত মুদারাবা সঞ্চয়ী হিসাবে প্রদেয় হারে মুনাফা পাবেন।
    • iv. মেয়াদ পূর্ণ হোক বা না হোক, স্ত্রী তার একক স্বাক্ষরে হিসাবে সঞ্চিত সমুদয় অর্থ উত্তোলন করে নিতে পারবেন।
    • v. অবিবাহিত পুরুষের নামে খোলা হিসাব কোন কারনে ১ বছরের পূর্বে বন্ধ করতে চাইলে শুধু আসল টাকা উত্তোলন সাপেক্ষে হিসাব বন্ধ করতে পারবে এবং বিয়ে না করলে বা অন্য কোন কারনে ১ বছরের পরে বন্ধ করতে চাইলে মুদারাবা সঞ্চয়ী হিসাবে প্রদেয় হারে মুনাফা পাবেন ।

Fill Form Below &
Our expert support team will get in touch with you shortly

    Please prove you are human by selecting the star.