মাসিক মুনাফা প্রদান ভিত্তিক মেয়াদী হিসাবের নিয়মাবলী
১.ইসলামী শরীয়াহ্ মুদারাবা নীতিমালার ভিত্তিতে ব্যাংক ১,০০,০০০/- টাকা বা এর গুনিতক যে কোন পরিমান আমানত এই হিসাবের আওতায় গ্রহণ করা হয়।
২. এই আমানত হিসাবের মেয়াদ হবে ২বছর, ৩ বছর, ৫ বছর।
৩. ব্যাংকের ঘোষিত মুনাফা হার অনুযায়ী সময়ে সময়ে এ স্কীমের মাসিক মুনাফা ভিন্ন ভিন্ন হতে পারে ।
৪. এই স্কীমের আওতায় আমানত হিসাবের মুনাফা প্রাপ্তির জন্য সময়কাল প্রয়োজন কমপক্ষে এক মাস।
৫. মেয়াদপূর্তির আগে এই হিসাবের জমাকৃত টাকা উত্তোলন করা যাবেনা। অনিবার্য কারণে মেয়াদপূর্তির আগেই জমাকৃত টাকা উত্তোলন করতে চাইলে ব্যাংকের সার্কুলার অনুযায়ী মুদারাবা সঞ্চয়ী জমা হিসাবের জন্য নির্ধারিত হারে ও নিয়মে জমাকৃত টাকার উপর মুনাফা প্রদান করা হয় এবং পূর্বে প্রদানকৃত অতিরিক্ত মুনাফা মূল আমানত থেকে আদায় করা হবে।
৬. আমানতকারীর মৃত্য হলে সংশিষ্ট হিসাবে লেনদেন বন্ধ থাকবে। জমাকৃত অর্থ মনোনীত ব্যক্তি/ব্যক্তিদেরকে প্রদান করা হবে। মনোনয়ন না থাকলে উত্তরাধিকার প্রমাণ পত্র নিয়ে আমানতকারীর আইনগত উত্তরাধিকারীদেরকে জমাকৃত অর্থ প্রদান করা হবে।
৭. প্রকল্পের জন্য নির্ধারিত হিসাব খোলার ফরম আমানতকারী যথাযথভাবে পুরণ করে জমা দিবেন।
৮. সংশিষ্ট শাখায় আমানতকারীর একটি আলাদা মুদারাবা সঞ্চয়ী হিসাব থাকতে হবে, যেখানে তারঁ আমানতের উপর প্রদেয় মুনাফা জমা করা হবে।
৯. আমানতকারীকে তার জমার বিপরীতে একটি হস্তান্তর অযোগ্য রিসিট প্রদান করা হয় ।
১০. সরকারী বিধি মোতাবেক উক্ত হিসাব থেকে কর/শুল্ক কর্তন করা হয়।
১১. আমানতকারীকে তার জমাকারীর নির্দিষ্ট ঠিকানার পরিবর্তন হলে তা অবিলম্বে ব্যাংককে জানাতে হবে ।
১২. মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও নীতিমালা অনুযায়ী গ্রাহক ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবেন)।
১৩. ব্যাংক কর্তৃপক্ষ যে কোনো সময় হিসাব সংক্রান্ত যে কোনো নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা বাতিল করতে পারবে এবং আমানতকারী তা মেনে চলতে বাধ্য থাকবেন)।
Fill Form Below & Our expert support team will get in touch with you shortly